আশা করছি, আমাদের পূর্বের, বেসিক ট্রেনিং কোর্সটি আপনি শেষ করেছেন। বিগত কোর্সে ট্রেডিং এর বেসিক কিছু বিষয় সম্পর্কে আমরা জেনেছি। এখন সময় হয়েছে, ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত বিভিন্ন ঝুঁকিসমুহ সম্পর্কে জানার। “ফরেক্স ট্রেডিং ঝুঁকিপূর্ণ” এটি আমরা সবাই জানি। আমাদের এই ট্রেনিং এর মুল লক্ষ্য হচ্ছে, কিভাবে এই ঝুঁকিসমুহকে কমিয়ে নিয়ে আসা যায়। এর জন্যই আমাদের আজকের ট্রেনিং কোর্স – Margin Trading
ফরেক্স ট্রেডিং এর সাথে মার্জিন এর সম্পর্ক অনেক বেশী গুরুত্বপূর্ণ কেননা, আপনি যদি মার্জিন সম্পর্কে ভালো করে না বুঝেন তাহলে ট্রেডিং এর শুরুই হবে ভুল। কেওনা এর মাধ্যমেই কি পরিমাণ বিনিয়োগ এর মাধ্যমে কি পরিমাণ লট কিংবা ভলিউম এর এন্ট্রি নিতে হবে সেটি সম্পর্কে জানতে পারবেন।
কোর্স থেকে শিখবেন-
১৭টি গুরুত্বপূর্ণ আর্টিকেল।
মার্জিন সম্পর্কে বিস্তারিত
ব্যালেন্স, ইক্যুইটি, ফ্রি মার্জিন, মার্জিন কল সম্পর্কে বিস্তারিত
রিয়েল ট্রেডিং এর মাধ্যমে এই বিষয়গুলোর ব্যবহার।
ভিন্ন ভিন্ন কেস স্টাডি এর মাধ্যমে মার্জিন এর ব্যবহার এবং এগুলোর এনালাইসিস
ব্রোকার এর সাথে মার্জিন এর সম্পর্ক
লিভারেজ এর সাথে মার্জিন এর সম্পর্ক
মার্জিন কল এবং স্টপ-আউট লেভেল এর বিস্তারিত ব্যাখ্যা
কিভাবে মার্জিন কল ট্রেডিং এর উপর প্রভাব ফেলে সেটির বিশ্লেষণ।
মার্জিন এর সকল বিষয় নিয়ে কিছু কেস-স্টাডি।
১০০ ডলার এর মাধ্যমে রিয়েল ট্রেডিং শুরুর কেস-স্টাডি।
কিভাবে ট্রেডিং একাউন্ট এর ব্যালেন্সকে মার্জিন কল এর অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে রক্ষা করবেন সে সম্পর্কিত পরামর্শ।
Course Features
Lectures17
Quizzes0
Duration2 hours
Skill levelBeginner
LanguageBangla
Students32
CertificateNo
AssessmentsYes
Curriculum
Curriculum
Margin Trading 101
নতুনরা সবথেকে বেশী এই মার্জিন ট্রেডিং সম্পর্কিত বিষয়ে সমস্যায় পড়েন। আপনি যদি এই কোর্স এর বিষয়গুলো না বুঝেন কিংবা না পড়েন তাহলে নিশ্চিত হয়ে বলতে পারি লস ছাড়া কপালে কিছুই জুটবে না।
নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ,ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই আমরা প্রায় ২২০০+ অধিক ট্রেডারকে, ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সঠিক দিক নির্দেশনা প্রদান করে আসছি এবং আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা করি। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।