Back

Overview

Overview

কোর্স সংক্ষেপে

ফরেক্স ট্রেডিং শুরু করার আগে আপনাকে জানতে হবে এর কিছু বেসিক বিষয় এবং এর জন্যই আমাদের এই “Forex Basic Course”! ফরেক্স মার্কেট এবং ট্রেডিং সংক্রান্ত প্রাথমিক যে বিষয় রয়েছে সেগুলো জানতে আমদের এই কোর্সটিতে অংশ নিন। ফরেক্স মার্কেট এর গঠন প্রক্রিয়া, কিভাবে ট্রেড করবেন, কারেন্সি পেয়ার এর বিস্তারতি, ট্রেড এর ধরন, অর্ডার করার প্রক্রিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মার্জিন এবং ট্রেডিং এর সাথে মার্জিন এর প্রভাব। এই বিষয়গুলো নিয়েই মুলত এই কোর্সটি সাজানো হয়েছে।

কোর্স থেকে শিখবেন –

  • ২৬টি গুরুত্বপূর্ণ আর্টিকেল।
  • উদাহরণ সহ বিশ্লেষণ
  • ফরেক্স মার্কেট এবং ফরেক্স ট্রেডিং কি? এই সম্পর্কে জানতে পারবেন।
  • ফরেক্স ট্রেড কেন জনপ্রিয় এবং এর কিছু সুবিধা।
  • ফরেক্স ট্রেডিং করার জন্য নির্ধারিত সময় সম্পর্কে বিস্তারিত।
  • বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ার, মেজর কারেন্সি পেয়ার এবং ক্রস কারেন্সি পেয়ার সম্পর্কিত বিস্তারিত।
  • কিভাবে ট্রেড শুরু করবেন? ডেমো কিংবা প্র্যাকটিস একাউন্ট কিভাবে খুলবেন।

কোর্স থেকে আপনার শিক্ষা

যেহেতু এই কোর্সের মাধ্যমে আমরা মুল ফরেক্স ট্রেনিং প্রোগ্রামে অংশ নিব তাই এই সম্পূর্ণ কোর্সটি সাজানো হয়েছে বেসিক বিষয় নিয়ে। এই বিষয়গুলো ফরেক্স ট্রেডিং শুরু থেকে শেষ পর্যন্ত কোনওনা কোনওভাবে জড়িত তাই বিষয়গুলো যদি প্রথমে না শিখেন তাহলে পরবর্তী বিষয়গুলো আপনার জন্য বুঝতে জটিল হয়ে যাবে। তাই প্রাথমিক কোর্স হিসাবে এটিকে অবহেলা কিংবা অবজ্ঞা করার কোনও সুযোগ নেই। এই কোর্স থেকে জানতে পারবেন ফরেক্স ট্রেডিং এর প্রাথমিক কিছু ধারনা, ফরেক্স ট্রেডিং এর সাথে সম্পর্কিত বিশেষ কিছু টার্ম, বিভিন্ন ধরনের ট্রেডিং সেশনের সাথে সাথে ফরেক্স মার্কেটের গঠন প্রণালী সম্পর্কে আমরা জানবো এবং শিখবো।

শিক্ষার্থী হিসাবে করণীয়

যেকোনো কিছুই শিখার পর সেটিকে রিয়েল ট্রেডে ব্যবহার করার পূর্বে অবশ্যই প্র্যাকটিস কিংবা ডেমো ট্রেডে প্রথমে প্রয়োগ করবেন এতে করে যা শিখেছেন সেটি আপনার মতন করে কাজ করছে কিনা সেটি সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন। নির্ভরযোগ্য এবং রেগুলেটেড ব্রোকারে ডেমো একাউন্ট খোলার জন্য অনুগ্রহ করে এই লিংক ক্লিক করে একটি প্র্যাকটিস একাউন্ট রেজিস্টার করে নিতে পারেন। লিংক – https://fxbd.co/opendemo

কোর্স সম্পর্কে আপনার যদি কোনও কিছু জানার থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের ইমেইল করে জানাতে পারেন। – info@fxbangladesh.com

Course Features

  • Lectures 26
  • Quizzes 4
  • Duration 10 hours
  • Skill level All levels
  • Language Bangla
  • Students 1644
  • Certificate Yes
  • Assessments Yes

Curriculum

Curriculum

Instructor

Instructor
FX Bangladesh

https://member.fxbangladesh.com/

নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ২০১৭ সাল থেকে ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এই অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টালটি মূলত তাদের জন্য সাজানো হয়েছে যারা দক্ষভাবে নিজেদের ফরেক্স ট্রেডার হিসাবে গড়ে তুলতে চান। ইতিমধ্যেই প্রায় ১৬,০০০ এর অধিক ট্রেডাররা এই ট্রেনিং পোর্টাল থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন কোর্স সম্পর্কে জেনেছেন এবং নিয়মিত শিখছেন। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

Free
Try Our Signals!
Free Analysis, Signals, Guidelines & More...
Exness Copy Trading
* Copy Trading is Risky
FX Bangladesh
কপি ট্রেডিং
যারা ভালো ট্রেড করতে পারছেন না তারা চাইলে সরাসরি আমাদের ট্রেড কপি করার সুবিধা পাবেন। আপনি চাইলে অবশ্যই ট্রেডিং এর এই পরিসংখ্যান চেক করে নিতে পারেন। এর জন্য অনুগ্রহ করে পারফর্মেন্স বাটনে ক্লিক করুন।
Trading Forex and Binary is Subject to Market Risk.
2021 (C) All rights reserved.
PLEASE SUBSCRIBE TO VIEW THE CONTENT!
In aenean in dis sit lectus scelerisque hac elementum magnis. Rhoncus int. Montes rhoncus, sociis enim, etiam non turpis natoque elementum dorus.
  We hate spam and never share your details.
পেইড কোর্সগুলোতে
৫০% ছাড়ে অংশ নিন! ডিসকাউন্ট কোড পেতে আপনার নাম এবং ইমেইল লিখুন।
name
email
We will not share your details with any 3rd party.