Overview
কোর্স সংক্ষেপে
“Equities” এই শব্দটির সাথে সবাই পরিচিত না হলেও “স্টক ট্রেডিং” আমরা সবাই বুঝি এবং অনেকেই স্টক ট্রেডিং করেও থাকি। আপনার মনে প্রশ্ন হতে পারে, আমরা শিখছি ফরেক্স মার্কেটের কারেন্সি ট্রেডিং! তাহলে এর সাথে স্টক মার্কেটের সম্পর্ক কি?
এই দুইটি মার্কেটের মধ্যে বিস্তর পার্থক্য থাকলেও একটি অন্যটির সাথে অনেক বেশী সম্পর্কযুক্ত। আজকের Equities & Forex Trading ট্রেনিং কোর্সটিকে সাজানো হয়েছে ইক্যুইটিজ কিংবা স্টক ট্রেডিং ব্যবস্থাকে কাজে লাগিয়ে কিভাবে ফরেক্স ট্রেডিং করা যায় এবং স্টক ট্রেডিং এর প্রভাব কিভাবে কারেন্সি ট্রেডিং এর উপর পরে সেটি নিয়ে।
স্টক ট্রেডিংকে বলা হয়ে থাকে, স্বচ্ছ গ্লাসের মতন কেননা এই স্বচ্ছ গ্লাস একটি দেশের সামগ্রিক অর্থনীতির চিত্র তুলে ধরে যেটি ফরেক্স ট্রেডিং এর জন্য অপরিহার্য একটি বিষয়।
কোর্স একনজরে
- সর্বমোট ৫টি গুরুত্বপূর্ণ লেকচার।
- প্রতিটি লেকচার সম্পূর্ণ বাংলা ভাষায় লিখা হয়েছে যাতে করে আপনি খুবই সহজে বিষয়-বস্তু বুঝতে পারেন।
- ইক্যুইটিজ তথা স্টক মার্কেট পরিচিতি।
- স্টক মার্কেটের সাথে ফরেক্স মার্কেটের সম্পর্ক বিশ্লেষণ।
- অর্থনীতি এবং ফরেক্স মার্কেটের উপর, স্টক মার্কেটের প্রভাব।
- স্টক মার্কেটের লিডিং ইন্ডিকেটর সম্পর্কে পরিচিতি এবং বিশ্লেষণ।
- আন্তঃ বাজার এনালাইসিস এবং বিশ্লেষণ প্রক্রিয়া।
Course Features
- Lectures 5
- Quiz 0
- Duration 1 hours
- Skill level Intermediate
- Language Bangla
- Students 30
- Assessments Yes