ফরেক্স ব্রোকার কিভাবে নির্বাচন করবেন?
ট্রেডিং এর জন্য একটি ভাল মানের ব্রোকার নির্ধারন, ট্রেডার হিসাবে আপনার প্রথম কাজ কেননা এই কাজ এর মধ্য দিয়েই আপনি একজন ট্রেডার হিসাবে নিজেকে চিনতে পারবেন।
এই কারনে আপনার নিজের রিসার্চ করার জ্ঞান কাজে লাগিয়ে তারপর একটি ভালো ব্রোকার খুঁজে নিতে হবে। ট্রেড শুরু কয়েকদিন পরি আপনার সামনে বেশ কিছু শব্দ এর উদয় হবে। যেমন, ডিলিং-ডেস্ক ফরেক্স ব্রোকার, নন-ডিলিং-ডেস্ক ফরেক্স ব্রোকার, মার্কেট মেইকার ফরেক্স ব্রোকার ইত্যাদি।
যদি আপনি ইতিমধ্যেই ভালো ব্রোকার খোঁজার জন্য নিচের রিসার্চ শুরু করে থাকেন, তাহলে বেশ কিছু নাম আপনার সামনে আসবে। যেমন ধরুন, DD, NDD, MM, STP, ECN, DMA, OTC, LP ইত্যাদি। এই সবগুলোই সংক্ষিপ্ত অংশ।
এই শব্দগুলো একসাথে শুনে এখন আপনার মনে হতে পারে, কি সমস্যায় পড়লাম? আসলাম ট্রেড শিখতে, এখন আপনারা বলছেন কি এগুলা? তেমন কিছুই না আপনাকে ট্রেডিং প্রফেসর হিসাবে গড়ে তোলার জন্য এই জ্ঞান।
চুপচাপ পাঠাও কিংবা ফুড-পান্ডাতে একটি গরম স্যুপ অর্ডার করে ফেলুন এবং সেটি শেষ করে আবার চলে আসুন জানার জন্য। 🙂
যদি আপনার সামনে এই শব্দগুলো এখনও না এসে থাকে তাহলে অপেক্ষা করুন, কয়েকদিন এর মধ্যেই আপনি এগুলোর অর্থ জানার জন্য গুগুলে পাগলের মতন সার্চ করে বেড়াবেন।
আপনি যখন বড় কোনও ট্রেডিং ব্লগ কিংবা আন্তর্জাতিক মানের কোনও ট্রেডিং সেমিনারে অংশ নিবেন তখন বিভিন্ন ব্রোকার সম্পর্কে ফরেক্স-পন্ডিত রা বিভিন্ন বিশেষণ ব্যবহার করবেন। যেটি আপনি জানবেন সেটিই যে হবে এমনটি নয়।
যেমন ধরুন, আপনি কোনও ব্লগে পড়লেন, ফরেক্স ব্রোকার হচ্ছে দুই ধরনেরঃ
- Shady
- Non-Shady
আয় হায়! কি বলেন এইগুলো? আমিত জানি ব্রোকার হচ্ছে দুই রকমেরঃ
- Dealing Desk (DD) brokers
- No Dealing Desk (NDD) brokers
চিন্তার কিছুই নেই। আপনি যা জেনেন সঠিকই জানেন। নিচের ডায়াগ্রামটি দেখুন।
এতক্ষণ পর্যন্ত আপনি যা জানেন, এটি ৮০% শতাংশ ট্রেডারই জানে। তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের কাছ থেকে কি নতুন শিখলেন?
আপনার কি মনে হয়, এই ধরনের ব্রোকার দিয়ে ৫ ট্রিলিয়ন ডলার এর ফরেক্স মার্কেট পরিচালিত হয়? আসলে এটি সম্ভব নয়। এর জন্য এই দুই ধরনের ফরেক্স ব্রোকার থেকে আরও নতুন কিছু ধরনের প্রবর্তন হয় যেগুলোর নাম শুনলে ভালো লাগবে আপনার।
উপরের এই দুই ধরনের ব্রোকার এর সাথে অতিরিক্ত কিছু নাম যুক্ত করছিঃ
ডিলিং-ডেস্ক ব্রোকার
- মার্কেট মেইকার (MM) ব্রোকার
নন-ডিলিং-ডেস্ক ব্রোকার
- “Straight-Through Processing” (STP) ব্রোকার।
- “Electronic Communication Network” এবং “Straight-Through Processing” (ECN+STP) ব্রোকার।
- “Direct Market Access” এবং “Straight-Through Processing” (DMA+STP) ব্রোকার।
তাহলে চলুন উপরের প্রদর্শিত ডায়াগ্রামটিকে নতুন করে সাজিয়ে নেইঃ
এখন বলুন, এই নামগুলো আপনার ভালো লেগেছে কিনা?
কিন্তু এখানে একটি সমস্যা রয়েছে?
ব্রোকার এর এই কাঠামোটি সম্পূর্ণরূপে সত্য নয়!
এখন চলুন সঠিক তথ্য জেনে নেইঃ
আপনি যেই ব্রোকারই ট্রেড করেন না কেন, ব্রোকার নিজেদের যত ভালোই বলুক না কেন, যত ভালো করে মার্কেটিংই করুক না কেন, ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য শুধুমাত্র “এক ধরনের” ব্রোকারই পাওয়া যায়।
সবথেকে মজার বিষয় হচ্ছে, এখন পর্যন্ত আপনি যাদের ফরেক্স ব্রোকার হিসাবে চিনেন কিংবা জানেন তারা আসলে বকোনও ব্রোকারই নয়! 😱
প্রশ্ন হতে পারে, ভাই আপনারা কি মজা নেন? সবাই ত ব্রোকার নামেই চেনে এবং জানে! তাহলে কেন বলছেন এরা কোনও ব্রোকারই না!
উত্তর দিচ্ছি! ভালো করে লক্ষ্য করেছেন, “ব্রোকার” এই শব্দটি কোনও ব্রোকারের ওয়েবসাইটে পাবেন না। অর্থাৎ, আপনি যদের ব্রোকার নামে জানেন। যেমন ধরুন, Exness Broker!
(ব্রোকার শব্দটি আসলে একটি টার্ম হিসাবে পরিচিত, শুধুমাত্র গুগুল এবং সহায়ক সার্চ-ইঞ্জিন গুলোতে তাদের ওয়েবসাইট সার্চ-রেজাল্ট হিসাবে প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। অনেকেই হয়ত SEO শব্দটির সাথে পরিচিত। এই SEO এর জন্য কালক্রমে “ফরেক্স ব্রোকাররা” ব্রোকার এর বিশেষণ পেয়েছে।)
এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এরা কারা?
টেকনিক্যালি এরা কেউই ব্রোকার নয়!
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে আসলে রিটেইল ফরেক্স “ব্রোকার” বলতে কিছুই নেই।
ফরেক্স ব্রোকারদের, “ব্রোকার” নাকে ডাকা আসলে সঠিক নয় কিংবা বলতে পারেন ভুল। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি এরা কোনও ব্রোকার না হয় তাহলে এরা আসলে কারা?
আসলে উপরের যেই ছবিগুলো আপনাদের জন্য উপস্থাপন করছি সেগুলো ছিল এই প্রশ্নের উত্তর এর কিছুটা সংকেত। আসলে উত্তরটি সহজ নয় ,যেমন আপনি যখন ফেইসবুক প্রোফাইল এর রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে রাখেন “Its Complicated”! অনেকটাই এই রকমের।
এই জটিল কিংবা Complicated বিষয়টিকে আমরা সহজ করেই উপস্থাপন করবো, কথা দিচ্ছি! যাতে করে আপনি কিভাবে “ব্রোকার” কাজ করে সেটি ভালো করে বুঝতে পারেন।
আর ব্রোকারকে ভালো করে চিনার জন্য, চলুন প্রথমে একটু গল্প করে নেই….. কোনও ভুত কিংবা রাজা-রানীর গল্প নয়। একটি “ফরেক্স ব্রোকার এর আত্মকাহিনী” টাইপের গল্প।
আশা করি উপরের আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। এই আর্টিকেল সম্পর্কিত বিশেষ কোনও প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে সেটি আমাদের জানাতে পারেন। আমাদের এক্সপার্ট ট্রেডাররা শীঘ্রই সেটির উত্তর প্রদান করবেন। এছাড়াও ট্রেডিং এনালাইসিস এবং সিগন্যাল গ্রহনের জন্য যুক্ত হউন টেলিগ্রাম চ্যানেল। যুক্ত হতে পারেন আমাদের ফেইসবুক পেইজে এবং গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।