Back

Overview

Overview

কোর্স সংক্ষেপে

ট্রেড শুরু করার জন্য ইন্ডিকেটর এর বিকল্প নেই। প্রায় সকল ট্রেডারই রিয়েল কিংবা প্র্যাকটিস ট্রেডে ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন যার মাধ্যমে মার্কেট প্রাইস এর ট্রেন্ড এবং গতিপথ সম্পর্কে ধারনা করতে পারেন। তবে সবথেকে বেশী ভুল যেটি হয়, ভালো করে ইন্ডিকেটর সম্পর্কে না জেনেই রিয়েল ট্রেড শুরু করার কারনে ট্রেডে প্রফিটের পরিমাণ কমে আসে। Forex Technical Indicator Course সাজানো হয়েছে বেশকিছু জনপ্রিয় ইন্ডিকেটর নিয়ে যাতে করে আপনি ট্রেডে এই ইন্ডিকেটর কিভাবে ব্যবহার করতে হয় সেটি সম্পর্কে জানতে এবং বুঝতে পারেন। সেই সাথে ইন্ডিকেটরগুলো ঠিক কি পরিমাণ কাজ করে সেটিরও একটি ধারনা আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা। তাহলে শুরু করুন এই কোর্সটি।

কোর্স একনজরে

  • সর্বমোট ১২টি গুরুত্বপূর্ণ লেকচার।
  • প্রতিটি লেকচার সম্পূর্ণ বাংলা ভাষায় লিখা হয়েছে যাতে করে আপনি খুবই সহজে বিষয়-বস্তু বুঝতে পারেন।
  • ইন্ডিকেটর এবং এর বিস্তর আলোচনা।
  • এক একটি ইন্ডিকেটর কিভাবে কাজ করে এবং কিভাবে সিগন্যাল প্রদান করে সে সম্পর্কে আলোচনা।
  • একই ট্রেডে কিভাবে একাধিক ইন্ডিকেটর ব্যবহার করা যায় সে সম্পর্কে ধারনা প্রদান।
  • রিয়েল ট্রেড করার জন্য সবচেয়ে ভালো ইন্ডিকেটর কোনটি? আমাদের রিয়েল লাইফ থেকে কিছু তথ্য বিশ্লেষণ।

Forex Technical Indicator Course আলোচিত ইন্ডিকেটরগুলো ছাড়াও আরও অনেক টেকনিক্যাল টুল রয়েছে যেগুলো ট্রেডাররা নিয়মিত ব্যবহার করে থাকেন। তবে আমাদের নিজস্ব ট্রেডিং অভিজ্ঞতা অনুসারে এই কোর্সে বর্ণিত ইন্ডিকেটরগুলো সবথেকে ভালো কাজ করে। তবে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, ইন্ডিকেটর সম্পর্কে যদি ভালো করে না জানেন এবং বুঝেন তাহলে রিয়েল ট্রেডিং করার সময় এটিকে ভুলভাবেও ব্যবহার করতে পারেন। যার কারনে লসের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সুতরাং, রিয়েল ট্রেডে যেকোনো ইন্ডিকেটর ব্যবহার করার পূর্বে অবশ্যই সেটি প্র্যাকটিস ট্রেডে ব্যবহার করে নিবেন। শিখেই, ইন্ডিকেটরগুলোকে রিয়েল ট্রেডে ব্যবহার করা যাবেনা।

Course Features

  • Lectures 11
  • Quiz 0
  • Duration 33 hours
  • Skill level All levels
  • Language English
  • Students 1392
  • Assessments Yes

Curriculum

Curriculum

Instructor

Instructor
FX Bangladesh

https://member.fxbangladesh.com/

নতুনদের ফরেক্স ট্রেডিং সংক্রান্ত সকল ধরণের সহায়তা করার জন্য ২০১৭ সাল থেকে ফরেক্স বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এই অনলাইন ভিত্তিক ট্রেনিং পোর্টালটি মূলত তাদের জন্য সাজানো হয়েছে যারা দক্ষভাবে নিজেদের ফরেক্স ট্রেডার হিসাবে গড়ে তুলতে চান। ইতিমধ্যেই প্রায় ১৬,০০০ এর অধিক ট্রেডাররা এই ট্রেনিং পোর্টাল থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন কোর্স সম্পর্কে জেনেছেন এবং নিয়মিত শিখছেন। ফরেক্স ট্রেডিং সংক্রান্ত আপনার যেকোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ ।

Reviews

Reviews